নেত্রকোণা আবৃত্তি নিকেতন সম্মাননা পেলেন ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী
নেজা ডেস্ক রিপোর্ট:
নেত্রকোণা আবৃত্তি নিকেতন কবি সম্মাননা (কবিতা) পেয়েছেন নেত্রকোণা জেলার তরুণ প্রজন্মের জনপ্রিয় লেখক ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মোক্তারপাড়া আর্যগৃহে নেত্রকোণা আবৃত্তি নিকেতনের কার্যালয়ে তাদের নিয়মিত প্রকাশনা ত্রৈমাসিক সাহিত্য ও গবেষণা পত্র বিজয় একাত্তরের ৪র্থ বর্ষের ১০ম সংখ্যার মোড়ক উন্মোচন ও লেখক কপি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই গুণীজনকে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক প্রফেসর ননী গোপাল সরকার এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর শীতাংশু কুমার ভদ্র, বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা এখলাস আহমেদ কোরেয়েশী, কবি ও সম্পাদক কামাল হোসাইন, সাংবাদিক পল্লব চক্রবর্তী, সাংবাদিক ও শিক্ষক শামীম আহমেদ তালুকদার, প্রভাষক কনক পন্ডিত, কবি তৌফিকা আজিজ, সিনিয়র শিক্ষক প্রশান্ত সরকার, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপন, কবি ও প্রধান শিক্ষক সাইফুন্নার, কবি তানভিয়া আজিম, কবি রীমি ফেরদৌসী, সাংবাদিক সোহেল রেজা, সাংবাদিক আব্দুর রহমান, কবি মুহা. জহিরুল ইসলাম অসীম, কবি হাবীবা আক্তার সাজেদা, কবি দেবব্রত দাস, বাচিক শিল্পী পহেলী দে, কবি পারভেজ কামালসহ স্থানীয় সাহিত্যিক, সাংবাদিক, এবং সংস্কৃতিপ্রেমীরা।
অনুষ্ঠানে আবৃত্তি করেছেন অবন্তী, পূর্বা, পৃথা, বর্ষা ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী কবি পহেলী দে।
শুরুতে কবি তানভীর জাহান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন নেত্রকোণা আবৃত্তি নিকেতনের শিক্ষার্থীবৃন্দ। কবিকে উত্তরীয় পরিয়ে দেন কবি সাইফুন্নাহার ও কবি তানভীয়া আজিম। কবির হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও বিশেষ অতিথি প্রফেসর শীতাংশু কুমার ভদ্র।
অনুভূতি ব্যক্ত করেন কবি তানভীর জাহান চৌধুরী। তিনি এই সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় বক্তারা নেত্রকোনার সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন। নেত্রকোণার এই অনুষ্ঠানটি স্থানীয় সাহিত্যাঙ্গনে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।
উল্লেখ যে, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য নেত্রকোণা আবৃত্তি নিকেতন থেকে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রতিবছরই এমন সম্মাননা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক ও অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।