নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

নেজা ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা শাখা’র বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন ‘২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলার উবাই পার্কের হল রুমে দুই জেলার বিভিন্ন উপজেলার কর্মপরিষদ সদস্যদের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম টিম সদস্য ড. ছামিউল হক ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহতারাম মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

এছাড়াও নেত্রকোণা জেলা জামায়াতের আমীর অধ্যাপক ছাদেক আহমাদ হারিছ ও সেক্রেটারি অধ্যাপক মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. ছামিউল হক ফারুকী ওরিয়েন্টেশনের মূল আলোচনায় বার্ষিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করার জন্য উপস্থিত কর্মপরিষদ সদস্যদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গঠনের সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। তারা কর্মপরিষদ সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনসাধারণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা আগামী এক বছরের জন্য গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত সকলে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয়ে একমত হন।