নেত্রকোণা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বাজার অভিযান
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে বাজার অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে জেলা সদরের পৌর এলাকার সদরের সুপার মার্কেটগুলোতে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গনী।
এ সময় পেঁয়াজের বাজার তদারকি করা হয়। অভিযানে মূল্য তালিকা সঠিক ভাবে সংরক্ষণ না করা, তালিকায় উল্লিখিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রয় ও পণ্য ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করায় মেসার্স গফুর ট্রেডার্সকে ৪ হাজার টাকা, মুসলিম ট্রেডার্সকে ৪ হাজার টাকা, মনি এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গনী বলেন, আমাদের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজকের বাজার মনিটরিং করা হয়, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এসময় জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।