নেত্রকোণা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত
নিজস্ব প্রতিবেদকঃ
বাঙালির স্বাধীনতার প্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, নেত্রকোণা জেলা আওয়ামী লীগ দিবসটি বিভিন্ন কর্মসূচিতে পালন করেছে।
কর্মসূচির মধ্যে ছিল, দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জেলার গুরুত্বপূর্ণ সড়কে মিছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে স্থাপিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে “চেতনার বাতিঘর ” পুষ্পস্তবক অর্পণ, বিকাল ৪ টায় নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ মার্চের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি, অর্পিতা খানম সুমি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন।
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ মধ্যে পৌর মেয়র, আলহাজ্ব নজরুল ইসলাম খান হাবিবুর রহমান খান রতন, প্রশান্ত কুমার রায়, চন্দন বিশ্বাস, অধ্যাপক ভজন চন্দ্র সরকার, সাবেক এমপি হাবিবা রহমান খান শেফালী, মারুফ হাসান খান অভ্র, দেওয়ান রনি, এস এম রেজাউল হাফিজ রেশিম, দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম রোকন, সরোয়ার মোর্শেদ খান জাস্টিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন কৃষেন্দু দও রায় টিটু,
সভায় আলোচকগণ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে জাতি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা এনেছিল, বাঙালি জাতিকে শৃঙ্খল মুক্ত করেছিল।
আজ বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হয়েছে। এদেশের সকল অপশক্তিকে পরাস্ত করে শেখ হাসিনার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উঁচু শিখের। ৭ মার্চের চেতনায় ধারণ, লালন করে এগিয়ে যেতে হবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
প্রেস বিজ্ঞপ্তি