নেত্রকোণা জেলা আ’লীগের নব গঠিত কার্যনির্বাহী কমিটি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া ও শ্রদ্ধা নিবেদন
ইকবাল ভূইয়াঃ
১৩ অক্টোবর, শুক্রবার নেত্রকোণা জেলা আওয়ামী লীগের নব গঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন এর নেতৃত্বে ভোর ৪.৩০ মিনিটে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হতে টুঙ্গিপাড়া উদ্দেশ্য যাত্রা শুরু করে, যাওয়ার পথে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে সকাল ৯ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন।
সেখান থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে জুম্মার নামাজ আদায় করেন, তারপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দোয়া পাঠ করেন।
উক্ত কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এর সাথে আওয়ামী লীগের সহ সভাপতি, প্রধানমন্ত্রী কার্যালয়ে সাবেক সিনিয়র সচিব, সাজ্জাদুল হাসান এমপি. সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী,সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক অপু উকিল, জাকিয়া পারভীন মনি এমপি, হাবিবা রহমান খান শেফালী এমপি, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন চন্দ্র সরকার, মুজিবুল আলম হীরা, মারুফ হাসান খান অভ্র, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, এস এম রেজাউল হাফিজ রেশমি, জামিউল ইসলাম খান জামি, দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম রোকন সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ২৫ সেপ্টেম্বর, ২০২৩ জেলা আওয়ামী লীগের নতুন – কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি’র নির্দেশক্রমে সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি অনুমোদন করেন, গত ১১অক্টোবর বুধবার জেলা আওয়ামী লীগের নব গঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলা আওয়ামী লীগের কাজে গতিশীলতা বৃদ্ধির জন্য সাংগঠনিক টীম গঠন করে দায়িত্ব বন্টন করা হয়। নতুন গঠিত কমিটি হওয়ার পর থেকে জেলা আওয়ামী লীগের কাজের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে, দলীয় কার্যালয় কে সংস্কার করে স্মার্ট কার্যালয়ে হিসেবে গড়ে তোলা হয়েছে। আগামী ১৬ অক্টোবর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূল কে জাগিয়ে তোলার জন্য এবং বিরোধী দলের আন্দোলন কে মোকাবিলা করে জেলার ৫টি আসনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য সভায় নির্বাচনে কৌশল নিধারিত হবে।
দলের ত্যাগী, পরীক্ষিত সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে নবীন -প্রবীণে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ইতিমধ্যে তাদের কর্ম তৎপরতা দিয়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার প্রয়াস দৃশ্যমান পরিলক্ষিত হচ্ছে।