নেত্রকোণা জেলা আ’লীগ নেতা গাজী মোজাম্মেল হোসেন টুকু গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন ওরফে টুকুকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় নিজ বাসা থেকে নেত্রকোণা মডেল থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গাজী মোজাম্মেল হোসেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা সরকারি কলেজের সাবেক সহসভাপতি (ভিপি)। তিনি জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও নেত্রকোনা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের সঙ্গে যুক্ত।
দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত নেত্রকোনার ১০টি থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্তত ৫৩টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় পাঁচ হাজার। এর মধ্যে গাজী মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে। এ-কারণে আজ গাজী মোজাম্মেলকে পুলিশ গ্রেপ্তার করে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গাজী মোজাম্মেল হোসেন টুকুর নামে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কিছুক্ষণের মধ্যে আদালতে সোপর্দ করা হবে।