নেত্রকোণা জেলা ছাত্রদলের সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ৯টি উপজেলায় বিক্ষোভ

প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন সুমনের গ্রেপ্তারের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যা ও রবিবার সকালে ছাত্রদলের নেত্রকোনা জেলা শাখাসহ ৯টি উপজেলায় দুই নেতা গ্রেপ্তারের প্রতিবাদ এবং মুক্তির দাবীতে বিক্ষুব্ মিছিল বের করে ছাত্রদলের কর্মীরা। সোমবার সন্ধ্যায় শহরের কুড়পাড় মাস্টারবাড়ি জামে মসজিদ থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ওই দুই নেতাকে আটক করে। পরে ৩ঘন্টা পর রাত সাড়ে নয়টার দিকে দুজনকে নেত্রকোনা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে তাদের নেত্রকোনা মডেল থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়কৃত মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।পরদিন আদালত তাঁদের এজলাসে হাজির না করেই জেল হাজতে পাঠিয়ে দেন।

ছাত্রদলের দুই নেতাকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী। তারা এমন অন্যায়ভাবে নেতা-কর্মীদের গ্রেপ্তার করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে থামানো যাবে না। ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি জানান তাঁরা।