নেত্রকোণা জেলা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) নেত্রকোণা কালেক্টরেট মাঠে সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করে সংগঠনটির নেত্রকোণা জেলা শাখা।

নেত্রকোণা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুব আলম এর সঞ্চালনায় ও সভাপতি মাওলানা অধ্যাপক সাদেক আহমেদ হারিছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ ড. সামিউল হক ফারুকী, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আমীর মোঃ আব্দুল করিম, কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমযান আলী, তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আবু ইউসুফ খান, ময়মনসিংহ অঞ্চলের টীম সদস্য ও নেত্রকোনা জেলার সাবেক সভাপতি অধ্যাপক মাওঃ এনামুল হক, ময়মনসিংহ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলনসহ জেলার ও উপজেলার নেতৃবৃন্দ।

প্রধান অথিতির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিগত স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আমাদের দেশে বনজ সম্পদ, খনিজসম্পদে ভরপুর । তার চেয়ে বড় সম্পদ হলো মানুষ। দূর্নীতিবাজ, সন্ত্রাসী এই জালিম সরকারের ধ্বংসকে কাটিয়ে তোলার জন্য এই মানব সম্পদকে কাজে লাগিয়ে দেশের সামগ্রীক ব্যবস্থাপনায় দেশবাসীকে প্রস্তুতি নিতে হবে। সন্ত্রাস, গুম, খুন মুক্ত দেশ গড়ার জন্য আমাদের সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে। এই লুটেরা সরকার বাংলাদেশের অর্থনীতিকে নষ্ট করেছে, ইসলামী ব্যাংকের মতো একটি বেসরকারী বৃহৎ ব্যংকেও তারা খালি করে দিয়েছে। বাংলাদেশ যেন তার অভিষ্ট লক্ষ থেকে হারিয়ে না যায় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি দিতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে পাহাড়া দিতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা দারিদ্র্য মুক্ত, সন্ত্রাসমুক্ত, গুম মুক্ত বাংলাদেশ চাই।