নেত্রকোণা জেলা পুলিশের নারী সদস্য হাবিবা’র স্বর্ণপদক জয়
নেজা ডেস্ক রিপোর্টঃ
বঙ্গবন্ধু দ্বিতীয় দক্ষিণ এশিয়ান স্যাম্বো চ্যাম্পিয়নশিপ- ২০২৩ প্রতিযোগিতায় বাজিমাত করল নেত্রকোণা জেলা পুলিশের নারী পুলিশ সদস্য হাবিবা আক্তার। প্রতিযোগিতায় দুটি ইভেন্টে স্বর্ণপদক লাভ করেন তিনি।
গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া ৩দিনব্যাপী এ চ্যাম্পিয়নশিপে মোট ৫৬টি ওজন ক্যাটাগরিতে ছয়টি দেশের মোট ১৭২ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন।
এছাড়াও এই প্রতিযোগিতায় ১৪ টি স্বর্ণ, ১৬ টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জসহ মোট ৪৮ টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।
অন্যদিকে পাশ্ববর্তী দেশ ভারত ১৪ স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জসহ মোট ৪৩ টি পদক নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শ্রীলঙ্কা ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ, নেপাল ২টি স্বর্ণ, ও ২টি ব্রোঞ্জ এবং মালদ্বীপ ১টি রৌপ্য অর্জন করেছে।
উল্লেখ যে, মোছা: হাবিবা আক্তার (নারী কং/১৪৮৭) শেরপুর সদর উপজেলার গৌরিপুর গ্রামের মৃত হাবিল উদ্দীনের মেয়ে। তিনি ১৮ (ক) ব্যাচে গত ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি চাকুরিতে (বিপি নাম্বার: ১৯১৮২২৪৯৪৯) কনস্টেবল পদে প্রথম যোগদান করেন।