নেত্রকোণা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও রেঞ্জ ডিআইজির বার্ষিক পরিদর্শন

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) নেত্রকোণা পুলিশ লাইনসে এ সভার আয়োজন করে নেত্রকোণা জেলা পুলিশ।

নেত্রকোণা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

এসময় নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে রেঞ্জ ডিআইজিকে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

পরে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ডিআইজি মহোদয়-কে গার্ড অব অনার প্রদান করে।

কল্যাণ সভা শেষ নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস ও ডিএসবি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্ট্রারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন ডিআইজি।