নেত্রকোনা জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ "DC Netrokona" থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে, ০১৮৮৯-৮০৬০১২ নম্বরটি ব্যবহার করে জেলা প্রশাসকের পরিচয়ে হোয়াটসঅ্যাপে বিভিন্ন বার্তা পাঠানো হচ্ছে। প্রশাসন নিশ্চিত করেছে যে, এই নম্বরটি কোনোভাবেই জেলা প্রশাসকের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং এটি সম্পূর্ণ প্রতারণামূলক।
জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, এই নম্বর থেকে প্রাপ্ত কোনো মেসেজ, ভয়েস কল বা অনুরোধে প্রতিক্রিয়া না দেখানোর জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। কেউ যদি এ ধরনের সন্দেহজনক বার্তা পান, তবে তা এড়িয়ে চলতে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
বর্তমানে প্রযুক্তিনির্ভর প্রতারণার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। প্রশাসনের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার ফাঁদ তৈরি করা এখন একটি সাধারণ কৌশল হয়ে দাঁড়িয়েছে। তাই, সকল নাগরিককে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং তথ্য যাচাই ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, কোনো ধরণের প্রতারণামূলক বার্তা পেলে তা জেলা প্রশাসন, সাইবার ক্রাইম ইউনিট বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রিপোর্ট করতে যেন কেউ পিছপা না হন। সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই পারে প্রতারণার এই চক্র ভেঙে দিতে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত