নেত্রকোণা জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভাপতি সুলতান সম্পাদক শাকিল

প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩

ইকবাল ভূঁইয়াঃ
নেত্রকোণায় বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।কেন্দ্রীয় বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সংগঠনের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৩০শে অক্টোবর অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটি। নেত্রকোনা জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভাপতি পদে পূর্বধলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ ও আটপাড়া কৃষি অফিসে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা সাধারণ সম্পাদক পদের শাকিল আহমেদ খান কে নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ায় কৃষি ক্ষেত্রে সার্বিক সহযোগিতা সহ অবদান রাখতে এই কমিটি গঠন করা হয়।

কমিটি ঘোষণার পর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটনসহ আওয়ামী নেতৃবৃন্দ ও কৃষি অফিসের কর্মকর্তাসহ সহকর্মিদের সাথে নেত্রকোনা জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ সৌজন্য সাক্ষাৎ করেন।