নেত্রকোণা জেলা বিএনপি’র অনশন কর্মসূচি পালন
এ কে এম আব্দুল্লাহঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে
নেত্রকোণায় বিএনপির নেতাকর্মীরা অনশন কর্মসূচি পালন করেছে।
নেত্রকোণা জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ অক্টোবর শনিবার সকালে বনোয়াপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করে।
জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন রিপন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল, পৌর বিএরপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।