নেত্রকোণা জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে শহীদ জিয়া স্মৃতি সংসদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

একে এম এরশাদুল হক জনিঃ
নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত শহীদ জিয়া স্মৃতি সংসদ, নেত্রকোনা জেলা কমিটির নেতৃবৃন্দ।

গতকাল শনিবার (১২ এপ্রিল) রাত ৮টায় জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হকের আধুনিক সদর হাসপাতাল রোডস্থ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা কমিটির আহ্বায়ক শেখ এ.কে.এম. শহীদুল ইসলাম ছোটন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান খান পন্নী খোকন এবং যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় তাঁরা শহীদ জিয়া স্মৃতি সংসদ, নেত্রকোণা জেলা কমিটির তালিকা জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক এবং সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালি নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

একই সঙ্গে তাঁরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এই সৌজন্য সাক্ষাৎ দুই সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সমন্বয়ের এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।