নেত্রকোণা ডেভেলপমেন্ট ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনায় “নেত্রকোনা ডেভেলপমেন্ট ফোরাম” নামক সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০ টায় ডেভেলপমেন্ট ফোরামের নিজস্ব হলরুমে এ মিলন মেলার আয়োজন করা হয়।
শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে ও অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন, অধ্যাপক মাসুম মোস্তফা, মাওলানা রুহুল আমিন, অধ্যাপক খায়রুল কবির,মোঃ এমদাদুল হক,মোঃ জহিরুল ইসলাম, খন্দকার আবু হানিফ, মাওলানা আবুল হাসিম, মোঃ কামাল উদ্দিন, মাওলানা লুৎফর রহমান, আব্দুস শাকুর আলম,ডাক্তার আবুল, সাংবাদিক ম.কিবরিয়া চৌধুরী হেলিম, ছাত্রনেতা মোজাম্মেল হকসহ ডেভেলপমেন্ট ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ নিজাম উদ্দিন, মোঃ ফরিদ আহমদসহ নেতৃবৃন্দ।
এতে নেত্রকোনার বিভিন্ন উপজেলার প্রবাসী, নেত্রকোনা জেলার বাহিরে অবস্থানরত পেশাজীবি, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ ২ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন । বক্তারা নেত্রকোনার শিক্ষা,স্বাস্থ্য, চিকিৎসা ও সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এতে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করতে সংগঠনের সভাপতি সকলের প্রতি আহবান জানান।তিনি আরও বলেন, আমরা সকলে মিলে নেত্রকোনার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে এ জেলার উন্নয়নে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।