নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

এ কে এম আব্দুল্লাহঃ
নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে দত্ত উচ্চ বিদ্যালয় ক্রীড়া উপ-কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা আক্তারের পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামীমা ইয়াসমীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি তরিকুল ইসলাম খান পাঠান, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য নাজমূশ শাহাদাৎ নাজু, ক্রীড়া উপ-কমিটির আহবায়ক মোঃ হাদিস মিয়া সহ আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচ-কাওয়াজ প্রদর্শন করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। পরে মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লাফ, মোরগের লড়াই, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে বিজয় লাভ করেন।