নেত্রকোণা নিউজ সেন্টারের ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান এর জানাযা ও দাফন সম্পন্ন
বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোণার সংবাদপত্র এজেন্সি নিউজ সেন্টারের ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান আর নেই।
শনিবার (২৪ আগস্ট) সকালে কর্মস্থল নেত্রকোণা জেলা শহরের ছোট বাজারে নিউজ সেন্টারে কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন।
পরে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
ওইদিন বিকেলে নেত্রকোণা সদর উপজেলার বিশ্বনাথপুর পুরাতন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
তাঁর অকাল মৃত্যুতে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোণা নিউজ সেন্টারের সত্বাধিকারী আবু বকর সিদ্দিক, নেত্রকোণা সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি আবু শহীদ হিরণ শোক প্রকাশ করেন।