
বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা পৌরসভার নির্বাচনের প্রতীকী বরাদ্দের প্রথম দিনেই স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রচারণা চালানোর মাইক ও অটোরিকশা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৮/০১/২০২১) জেলা রিটার্নিং কর্মকর্তা, নেত্রকোণা বরাবর মোবাইল প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আলী স্বাক্ষরিত তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চেয়ে এক আবেদন করা হয়েছে।
আবেদনে মোহাম্মদ আলী বলেন, ২৭ জানুয়ারি জেলা শহরের সাতপাই কালীবাড়ি এলাকায় আমার নির্বাচনী প্রচারণা চলাকালে মাইক ও অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। তাছাড়া আমার দুইজন কর্মীকে গালাগালি ও কিল ঘুষি দেয়া হয় এমনকি আমাকেও হত্যার হুমকি দেয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, আমি আবেদনটি পেয়েছি, তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়ার জন্য নেত্রকোণা পুলিশ সুপার এর কাছে পাঠিয়েছি।