নেত্রকোণা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাপ্পীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

এ কে এম আব্দুল্লাহ্ঃ
নেত্রকোণা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান বাপ্পীকে (৩০) দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে। সে এখন ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, নেত্রকোনা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান বাপ্পী নেত্রকোণা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের অনন্তপুর গ্রামের একটি অনুষ্ঠান থেকে বুধবার রাত ১২টার দিকে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তরের হামলার শিকার হন। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন বাপ্পীকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাত ৩টার দিকে বাপ্পীকে মূমূর্ষ অবস্থায় ঢাকা শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউটে প্রেরন করা হয়। বর্তমানে ছাত্রদল নেতা বাপ্পী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এ ব্যাপারে নেত্রকোনা জেলা ছত্রদলের সাধারন সম্পাদক অনিক মাহাবুব চোধুরী যোগাযোগ করলে তিনি বলেন, মশিউর রহমান বাপ্পীর উপর ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলার সাথে জড়িতদের দৃস্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম (পিপিএম) সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাপ্পীর উপর হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।