নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যায় কুয়াশা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

হাফসা ইসলাম মোহ, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা ‘Mist Carnival’ (কুয়াশা উৎসব)।

গত ২৯ জানুয়ারি বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ইংরেজি বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আশা, এই আয়োজন ভবিষ্যতে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে, যা বিভাগের সংস্কৃতি চর্চার এক নতুন অধ্যায় রচনা করবে।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী পপি আক্তার ও সদরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক হাফসা আক্তার, নবনিযুক্ত সহকারী অধ্যাপক মোহাম্মাদ শহিদুল ইসলাম চৌধুরীসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিভাগীয় চেয়ারম্যানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচিত হয়। এরপর একে একে শিক্ষার্থীদের কণ্ঠে সুরেলা গান, নাচ, হাস্যরসাত্মক অভিনয় ও আবৃত্তির মাধ্যমে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

বিশেষ আকর্ষণ ছিলো নবনিযুক্ত শিক্ষক জনাব সহীহ শাফির সংগীত পরিবেশনা এবং নিসাত আনজুম রাইসার কবিতা আবৃত্তি।

পরে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ র‍্যাফেল ড্র, যা ১০ টাকা মূল্যের টিকিটের মাধ্যমে অংশগ্রহণকারীরা পেয়েছেন নানা পুরস্কার। প্রথম পুরস্কার ছিল একটি স্মার্টফোন। এছাড়া দৈনন্দিন প্রয়োজনীয় আরও ২৫টি আকর্ষণীয় পুরস্কার ছিলো লটারির অংশ।

অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী হারিকুল মিয়া টিটু, আরাফাত ইমরান সাকিব, শেখ সদরুল আমিন, সাদমান ওয়াহিদ শোভন, নবমিতা ভদ্রা প্রাপ্তি, অমিত চন্দ্র সরকার, শাওন দেবনাথ, মেহেদী হাসান মাহির, ওহাইদূর রহমান ইমন, ইয়াসিন ইসলাম ইমন প্রমুখ। ভিডিওগ্রাফির দায়িত্বে ছিলেন শেখ ইব্রাহিম আতিকসহ আরও অনেকে।

এক প্রাণবন্ত সন্ধ্যার পর রাত সাড়ে ১০টার দিকে খাবার পরিবেশনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা আশা করছেন, এই আয়োজন ইংরেজি বিভাগের একটি বার্ষিক ঐতিহ্যে পরিণত হবে।