নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: গাঁজা, নগদ ৩৩ হাজার টাকাসহ ব্যবসায়ী আটক
এ কে এম আব্দুল্লাহ্ঃ
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালীকান্দা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা, বিক্রয়লব্ধ নগদ ৩৩ হাজার টাকাসহ মুখলেছুর রহমান (৩৭) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল আমিন শনিবার বিকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালীকান্দা মধ্যপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর পুত্র মুখলেছুর রহমান দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
এ ধরণের গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ এস আই মাইন উদ্দিনের নেত্বত্বে একটি টিম শুক্রবার গভীর রাতে গোজাখালীকান্দা মধ্যপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুখলেছুর রহমানকে আটক করা হয়।
পরে তার বসত ঘরে তল্লাশী চালিয়ে ৩ কেজি গাঁজা, বিক্রয়লব্ধ নগদ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আটককৃত মুখলেছুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামীকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।