নেত্রকোণা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রে প্রতিবাদে এবং দ্রুত কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার দুপুরে নেত্রকোনার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশ করে।
সেখানে সমাবেশে বক্তব্য দেন- জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, এন আকন্দ আলিয়া মাদ্রাদার অধ্যক্ষ আবদুল বাতেন, অধ্যক্ষ আনোয়ার হাসান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, কবি এনামুল হক পলাশ, অধ্যাপক অলিউল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধ করে দেয়ার যে ষড়যন্ত্র চলছে তা নেত্রকোনাবাসী মেনে নেবে না। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।