নেত্রকোণা রেজভিয়া দরবার শরীফের উদ্দ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উপযাপন

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

আব্দুর রহমানঃ
নেত্রকোনার রেজভিয়া দরবার শরীফের উদ্দ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়েছে।
রবিবার বিকেলে নেত্রকোনার সতরশ্রী দরবার শরীফ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন, আলহাজ্ব আল্লামা ডাঃ সিরাজুল আমিন রেজভী, পরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা ও নবীজির শানে বিভিন্ন ইসলামিক সংগীত পরিবেশন করেন রিজভীয়া ভক্তবৃন্দরা।

এ সময় দূর দূরান্ত থেকে আসা রেজভিয়া ভক্তবৃন্দরা রাসূল (সাঃ) এর প্রতি ভালোবাসা দেখিয়ে নবীর জীবনী সহ বিভিন্ন ধরনের শান্তিপূর্ণ বক্তব্য রাখেন, মুফতি আবু ছাদেক রেজভী, আব্দুল কাদের জিলানী রেজভী,পীরজাদা সাইফ আহম্মদ রেজভী, আনোয়ার রেজভী, ধর্মপাশা ইউনিয়নের চেয়ারম্যান জোবায়ের পাশা, আবু বকর সিদ্দিকী রেজভী প্রমুখ।