নেত্রকোণা সদর উপজেলায় নানা আয়োজনে স্থানীয় সরকার দিবস পালিত

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

বিশেষ প্রতিনিধি:
নেত্রকোণা সদর উপজেলা পরিষদ জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ (১৭ – ১৯ সেপ্টেম্বর) উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপণী, পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আ. খালেক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা মো. আল- আমীন সরকার, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আইয়ুব আলী প্রমূখ।

সভায় বক্তাগণ স্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। এবং প্রজেক্টরের মাধ্যমে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভা শেষে উন্নয়ন মেলার সমাপণী দিনে পুরষ্কার বিতরণী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিখ্যাত শিল্পী গোলাম মাওলাসহ স্থানীয় শিল্পী বৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।