নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ছাত্রলীগের প্রথম কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোণা সদর উপজেলার ৭নং কাইলাটি ইউনিয়ন শাখায় প্রথমবারে মতো কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দলটির নেত্রকোণা সদর উপজেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম খান শুভ্র ও যুগ্ম আহবায়ক-১ আরিফ আহমেদ জোবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে তরিকুল ইসলাম তারেককে সভাপতি ও মোঃ হোসাইনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ অর্নব, মোঃ জোবায়ের হোসেন, মোঃ আশিক, আরিফ হোসেন রনি, আশরাফুজ্জামান খান রিয়েল, মোঃ আরাফাত আকন্দ হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক এস, এম ইউসুফ আলী, মোঃ রিয়াদুল ইসলাম, ইয়াসিন আরাফাত তামিম, মোশতাক আহমেদ, মোঃ আকিবুর রহমান, রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন, মোঃ রিফাত, মোঃ হারুন মিয়া, রমজান আহম্মেদ রনি, প্রচার সম্পাদক মোঃ রুজেল মিয়া ও দপ্তর সম্পাদক মোঃ রুমন।
এছাড়াও বিবৃতিতে উক্ত কমিটিকে আগামী ১(এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়।
কমিটির নেতাকর্মীরা জানান, নেত্রকোনা সদর উপজেলা ছাত্রলীগের অন্যতম ইউনিট ৭ নং কাইলাটি ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা আজ আনন্দে আত্মহারা। প্রতিষ্ঠাকালীন কমিটি পেয়ে প্রাণ ফিরে পেয়েছে যেনো এই ইউনিটে।