নেত্রকোণা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অভ্র ঢাকায় গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ
গোয়েন্দা পুলিশের অভিযানে নাশকতার মামলায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র কে (৫৫) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে নেত্রকোণা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম তাকে ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান গণমাধ্যম কর্মীদের এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর নির্যাতনকারী হিসেবে নেত্রকোণা মডেল থানায় গত ১লা সেপ্টেম্বর দায়েরকৃত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) এর ধারায় একটি মামলায় (মামলা নং-১) এজাহারভূক্ত আসামী ছিলেন তিনি।

অভ্র নেত্রকোণা পৌর শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম তফসির উদ্দিন খান এর ছেলে। তিনি নেত্রকোণা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

দুপুরে তাকে ঢাকা থেকে নেত্রকোনায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান জেলা পুলিশের এই জ্যেষ্ঠ কর্মকর্তা।