নেত্রকোণা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন আজিজুল হক লিপটন

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪

একে এম এরশাদুল হক জনিঃ
সময়ের সাহসী সৈনিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এক সময়ের রাজপথ কাপানো তুখোর ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগ রাজুর বাজার আঞ্চলিক শাখার সাবেক সভাপতি, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সদস্য, নেত্রকোণা সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক, বাহির চাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই বারের সভাপতি, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্যসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সে সুনামের সাথে তার দায়ীত্ব পালন করেছেন আজিজুল হক লিপটন।

বর্তমানেও তিনি সদর উপজেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িতসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাজ করে যাচ্ছেন।

নেত্রকোণা সদর উপজেলাবাসী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রার্থীতার লক্ষ্যে এই নেতা এরই মধ্যে নিজের প্রার্থিতা জানান দিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন। সিনিয়র নেতৃবৃন্দের দোয়া নিয়ে বেশ আট ঘাট বেঁধেই মাঠে নেমে পড়েছেন তিনি।

আজিজুল হক লিপটন জানান, দল আমাকে সমর্থন দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হতে পারবো। আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কর্মকান্ড সারাদেশ ব্যাপী শুরু করেছেন তা বিশ্বে এখন মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে । সেই অগ্রযাত্রায় আমিও অংশীদার হতে চাই। আমি বিগত দিনে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছি। এখন দলের পাশাপাশি সাধারন মানুষের জন্য কিছু একটা করতে চাই। আমার বিশ্বাস দল আমাকে নিরাশ করবেনা।

তিনি বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাদের দুঃশাসন, দমনপীড়ন রাজনীতির বিরুদ্ধে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের একজন সৈনিক হিসেবে দুঃসাহসিক অবদান রাখেন। এসব কারনে তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বার বার জেল জুলুম হুলিয়া ও রোষানলে পড়েন। সদর উপজেলাবাসী মনে করেন অত্যন্ত ত্যাগী ও নিষ্ঠাবান এই মুজিবাদর্শের সৈনিককে সমর্থণ দেয়া হলে বিপুল ভোটে বিজয়ী হবেন।