নেত্রকোণা সরকারি শিশু পরিবারে মসজিদ উদ্বোধন

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩

দিলওয়ার খানঃ
নেত্রকোণা সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে নবনির্মিত মসজিদের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার জুম্মার নামাজের আগে ফলকন্মোচনের মধ্যদিয়ে নবনির্গত মসজিদের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, সময় উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তারেক হোসেনসহ শিশু পরিবারের সদস্যরা।

পরে প্রতিমন্ত্রী সহ উপস্থিত সকলে নবনির্মিত মসজিদে নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণসহ ফিলিস্তিনের গাজাসহ অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ নেন।