নেত্রকোণা-১ আসনে ডজনখানেক আ’ লীগ মনোনয়ন প্রত্যাশীদের তোরজোড়

মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই দীর্ঘ সময় নির্বাচনী এলাকায় অনুপস্থিত। এলাকার মানুষের সাথে তাদের তেমন কোন যোগাযোগ নেই। নির্বাচনকে সামনে রেখে এলাকায় আনাগুনা শুরু করছেন এবং মানুষের খোঁজ খবর নিচ্ছেন। এলাকার ভোটার, সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের মন জয়ের চেষ্টায় তৎপর হয়ে উঠেছেন।

প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

নেজা ডেস্ক রিপোর্টঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে আওয়ামী লীগে দলীয় মনোনয়ন পেতে এক ডজনের অধিক দলীয় নেতাকর্মী মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন।

আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের চলছে জনসমর্থন প্রদর্শন। মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী এলাকার মাঠ- ঘাট, হাট- বাজার চষে বেড়াচ্ছেন। করছেন সভা- সমাবেশ, গণসংযোগ, যোগ দিচ্ছেন নানা সামাজিক আচার অনুষ্ঠানে। এলাকার মানুষের খোঁজ খবর নিচ্ছেন- জনসমর্থন পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছেন।

নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন তাদের মধ্যে যাদের নাম শুনা যাচ্ছে তারা হচ্ছেন- জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রতিরোধযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মানু মজুমদার এমপি, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ওই আসনের সাবেক এমপি ছবি বিশ্বাস, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী পরিষদের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদারের মেয়ে দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক খান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ খানের ছেলে রোটারিয়ান আতাউর রহমান আখির, স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ শহর শাখার প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহ্ ফখরুল ইসলাম ফিরোজ, জালাল উদ্দিন তালুকদারের ছেলে শাহ্ কুতুবউদ্দিন তালুকদার রুয়েল, যুবলীগ নেতা এরশাদুর রহমান মিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল খালেক তালুকদার, অ্যাডভোকেট মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আফতার উদ্দিন, লন্ডন প্রবাসী শাহ্ মোহসিন।

মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই দীর্ঘ সময় নির্বাচনী এলাকায় অনুপস্থিত। এলাকার মানুষের সাথে তাদের তেমন কোন যোগাযোগ নেই। নির্বাচনকে সামনে রেখে এলাকায় আনাগুনা শুরু করছেন এবং মানুষের খোঁজ খবর নিচ্ছেন। এলাকার ভোটার, সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের মন জয়ের চেষ্টায় তৎপর হয়ে উঠেছেন।

মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মানু মজুমদার ও ছবি বিশ্বাস সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি। মানু মজুমদার ভগ্নিপতি এবং ছবি বিশ্বাসের শ্যালক (স্ত্রীর বড় ভাই)। অন্যদিকে ঝুমা তালুকদার ও রুয়েল তালুকদার সম্পর্কে ভাই বোন।

সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী জাতীয় শোক দিবসে দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর বালু চরে ও কলমাকান্দায় জনসমাবেশের আয়োজন করেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল জনবল প্রদর্শনের চেষ্টা। দুই উপজেলার ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটানো হয়।

এ ছাড়া বর্তমান এমপি মানু মজুমদারও নির্বাচনী এলাকায় কাজ করছেন। দলীয় ও জাতীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এলাকায় গণসংযোগ করছেন। পিছিয়ে নেই জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, রোটারিয়ান আতাউর রহমান আখিরও। তারা প্রায় সময়ই নির্বাচনী এলাকায় গণসংযোগ করে চলেছেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে র‌্যালি, সভা- সমাবেশ,উঠোন বৈঠক করছেন। খোঁজ খবর নিচ্ছেন নির্বাচনী এলাকার সাধারণ মানুষের।

বয়সে তরুণ রোটারিয়ান আতাউর রহমান আখিরও নির্বাচনী এলাকায় কাজ করছেন। পরিবেশ রক্ষায় এলাকার বিভিন্ন স্থানে সম্প্রতি বৃক্ষরোপন করেছেন।

রোটারিয়ান আতাউর রহমান আখির বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা সাবেক ইউপি চেয়ারম্যান ও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর আদর্শ বুকে ধারণ করে এলাকার উন্নয়ন ও এলাকার মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি দলীয় মনোনয়ন চাইব। আশা করি দলীয় হাই কমান্ড বিষয়টি বিবেচনা করে আমাকে মনোনয়ন দেবে। মনোনয়ন পেলে বিজয়ী হব ইনশাল্লাহ। তার পর সবাইকে নিয়ে অবহেলিত এলাকার উন্নয়নে কাজ করব।

দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বলেন, আমার বাবা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও গণমানুষের নেতা। মানুষের কল্যাণে সারাজীবন কাজ করে গেছেন। তাঁর আদর্শকে লালন করে আমিও মানুষের কল্যাণে কাজ করছি। দুর্গাপুরবাসী আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেছে। আমি সব সময় সাধারণ মানুষের পাশে আছি এবং আগামী দিনেও থাকব। ঝড়, বন্যা ও করোনাসহ যে কোন দুর্যোগে আমি মানুষের পাশে দাড়াই। বাবার ন্যায় মানুষের সেবা করে যাব। আমি উপজেলা চেয়ারম্যানের ভাতার টাকাও অনেক সময় মানুষের কল্যাণে ব্যয় করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইব- আশা করি দলীয় হাই কমান্ড বিষয়টি বিবেচনা করে আমাকে মনোনয়ন দিয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেবে।

দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক খান বলেন, দুর্গাপুরবাসী ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইব। মনোনীত হলে এলাকার উন্নয়নে কাজ করব।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহ্ ফখরুল ইসলাম ফিরোজ বলেন, উপজেলা চেয়ারম্যান থাকাকালে এলাকার উন্নয়নে কাজ করেছি। সীমান্তবর্তী এলাকায় মাদক, সন্ত্রাস দমনে কাজ করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইব। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। এমপি নির্বাচিত হতে পারলে আগামী দিনেও সন্ত্রাস দমনসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।