নেত্রকোণা-১ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী আহমদ শফী

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

নেজা ডেস্ক রিপোর্টঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী আহমদ শফী ছড়ি প্রতিকে নির্বাচন করছেন।

গত ৩ ডিসেম্বর বাছাই পর্বে নেত্রকোনা ১ আসনের ৬ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ রুহী, জাতীয় পার্টির গোলাম রাব্বানী, সতন্ত্র প্রার্থী ঝুমা তালুকদার এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী আহমদ শফী এর নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসার তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

রংছাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আফতাব উদ্দিন এবং জাকের পার্টির ছমির উদ্দিন এর মনোনয়ন বাতিল করা হয়।