নেত্রকোণা-২ আসনে আশরাফ আলী খান খসরু-কে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী
একে এম এরশাদুল হক জনিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬১, নেত্রকোণা-২ (সদর- বারহাট্টা) আসনে তৃতীয় বারের মত বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী আশরাফ আলী খান খসরু এই আসনে তৃতীয় বারের মত আওয়ামী লীগের দলীয় টিকেট পান এবং প্রতিবারেই বিপুলভোটে জয়লাভ করে বাজিমাত করে দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে তিনি যখন শত শত মোটরসাইকেল বহর নিয়ে প্রথম নেত্রকোনার মাঠিতে পা রাখেন তখন থেকেই তার নির্বাচনী জনসভায় জনতার ঢল নামে। প্রিয় নেতাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দেখা গেছে নেত্রকোনা জেলা আওয়ামিলীগ ও সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের।
একজন সফল সমাজ কল্যান প্রতিমন্ত্রী হিসাবে দুই উপজেলায় শতভাগ বয়স্ক, বিধবা,প্রতিবন্ধী ও অন্যান্য ভাতা সহ কিডনি ক্যান্সার প্যারালাইসিস রোগীর জন্য মোটা অংকের আর্থিক অনুদান, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির ব্রিজ কালভার্ট, রাস্তা পাকা করন সহ জেলার সার্বিক উন্নয়নের লক্ষে, জনতার নেতা আশরাফ আলী খান খসরুকে নৌকা মার্কায় ভোট দিয়ে ১৯ হাজারের অধিক ভোটের ব্যবধানে বিজয়ী করেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু কে বিভিন্ন মহল থেকে পূনরায় মন্ত্রীসভায় স্থান দেওয়ার দাবি উঠছে।
তৃণমুল থেকে উঠে আসা একজন স্বচ্ছ ও ক্লিন ইমেজের অধিকারী রাজনৈতিক ব্যক্তি হিসেবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ ও আধুনিক স্মার্ট সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, সেই লক্ষ্যকে এগিয়ে নিতে দেশের মানুষকে সাথে নিয়ে একাত্তরের চেতনায় কাজ করে যাওয়া দৃঢ় প্রত্যয়ী সফল রাজনীতিবিদ আশরাফ আলী খান খসরু এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন।
এখন তাকে পূনরায় মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। জেলার বিভিন্ন মহলে সেই দাবী সোচ্চার হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জোড়ালোভাবে সেই দাবী ছড়িয়ে পড়ছে।
এব্যাপারে নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল বলেন, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি একজন পরিপুর্ণ আওয়ামী রাজনীতিবিদ। প্রবীণ এই রাজনৈতিক নেতা দিনের ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘণ্টাই ছাত্রজীবন থেকে রাজনীতি ও সাধারণ মানুষের পেছনে ব্যয় করেন। স্থানীয় জনগণ তাকে সবসময়েই কাছে পায়। তাই স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীগণ এমন একজন কর্মীবান্ধব নেতাকেই পুনরায় মন্ত্রী হিসেবে পেতে চায়। তিনি আরো বলেন একজন যোগ্যনেতা হিসেবে জনগণের সাথে রয়েছে তার যথেষ্ঠ সম্পৃক্ততা। তিনি একজন ন্যায় বিচারক। মাদকের বিরুদ্ধে তিনি সবসময়ই সোচ্ছার ভুমিকা রেখে আসছেন। যে কারণে দুই উপজেলা জুড়ে এমপি বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এলাকাবাসী তাদের যেকোন ধরনের চাহিদার সময় উনাকে কাছে পায়।
নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক বলেন, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু হচ্ছেন মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মাটি ও মানুষের নেতা উনার রয়েছে পারিবারিক শিক্ষা একদম তৃণমূল থেকে কিভাবে দলকে সু-সংগঠিত রাখতে হয়, কিভাবে তৃণমূলের একজন নেতা-কর্মীর মন জয় করা যায় এসব গুণাবলী তার মধ্যে বিদ্যমান।আপাদমস্তক একজন সফল রাজনীতিবিদ। তিনি তার রাজনৈতিক জীবনে নিঃস্বার্থ ও নিবেদিত প্রাণ হিসেবে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে আসছেন।
মাননীয় প্রধানমন্ত্রী তাকে নৌকা দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন, আমরাও তাকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে তার মর্যাদা দিয়েছি। এখন পূনরায় উনাকে মন্ত্রী সভায় স্থান দেওয়ার জন্য নেত্রকোনা সদর উপজেলার পক্ষ থেকে জোর দাবী জানাচ্ছি।