নেত্রকোণা-৩ আসনের সাবেক এমপি পিন্টু’র জনসভায় সর্বস্তরের নেতাকর্মীদের ঢল

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩

ইকবাল ভূইয়াঃ
নেত্রকোণা-৩ আসনে (আটপাড়া-কেন্দুয়া) আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই মাঠ যেন প্রার্থীদের পদচারনায় মূখর হচ্ছে। আর নেতাকর্মীরা ও পাঁচ বছরের হিসেব বুঝে নিতে বা প্রার্থীদের হিসেব বুঝিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে।

বিশেষ করে মাইম্যন বা দলের ভিতর নিজস্ব বলয় তৈরি করে দীর্ঘদিনের পরিক্ষিত ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করায় ধীরে ধীরে যেন ফুঁসলে উঠছে রাজনীতির মাঠ। এই বিষয়টি সামনে রেখেই আওয়ামী লীগের সকল প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। আর যাঁরা বিগত দিনে রাজনীতি থেকে ত্যাগী, পরিক্ষিত নেতাকর্মীদের কোনঠাসা করে দল থেকে প্রায় বিতাড়িত করেছিলেন তাঁরা এবার বিপাকে বা তাঁদের জনপ্রিয়তায় ধস নামছে বলে মনে করেন দলের অনেক শীর্ষ নেতা।

তৃনমূলের নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক কর্মী ক্ষোভের সহিত বলেন, দল ব্যবহার করে ক্ষমতা পাওয়া ব্যাক্তিরা দলকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে মনগড়া কাজ করায় তাদেরকে আগামী নির্বাচনে মাঠ পর্যায়ের জরীপে না বলুন।

আর তাই গত ৯ই সেপ্টেম্বর শনিবার সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের জনসভাই যেন বলে দিচ্ছে তার প্রমান। যেখানেই এই ইফতিকার উদ্দীন তালুকদার পিন্টু এমপি’র পদচারনা সেখানেই যেন হাজার হাজার দলীয় এবং সাধারণ মানুষের ঢল নামছে। এ যেন এক দীর্ঘদিনের ত্যাগী, পরিক্ষিত, সুবিধা বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ।

সাবেক সংসদ সদস্য জনাব ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু এমপি সান্দিকোনা জনসভায় বলেন ষড়যন্ত্র করে জনপ্রিয়তা আটকানো যায় না। কেন্দুয়া উপজেলা ৬নং সান্দিকোনা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জন সভা জনস্রোতে পরিণত পথ সভায় তিনি আরও বলেন নেত্রকোনা – ৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনে কোন অপশক্তি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের প্রচার বন্ধ করতে পারবে না। প্রয়োজনে রিস্কা ভাড়া করে ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিবো ইনশাল্লাহ।