নেত্রকোণা ৩ আসনে জনমতে এগিয়ে সাবেক এমপি পিন্টু

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩

ইকবাল ভূইয়াঃ
দ্বাদশ সংসদ নির্বাচনে যতই ঘনিয়ে আসছে ততই যেন প্রার্থী সহ সমর্থকদের দৌড়ঝাপ বেড়ে গেছে। সরকার দলীয় প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দীন তালুকদার পিন্টু এমপির কেন্দ্র কমিটি গঠন ইতিমধ্যেই শুরু হয়েছে।

একদিকে সরকার দলীয় এমপি প্রার্থীর দলের মাঠ পর্যায়ে সংগঠন থাকায় কেন্দ্র কমিটি করতে সহজ হলেও পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীর কেন্দ্র কমিটি গঠনে কর্মী সমর্থকরা। এই নির্বাচনকে সরকার দলীয় অনেক নেতাকর্মীই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জয়ের জন্যে মরিয়া হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন মাঠে।।

বিগত সময়ে ত্যাগী, অবহেলিত,বঞ্চিত, পরীক্ষিত নেতাকর্মীরা দলীয় কর্মকান্ড সহ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকায় দলের হাইকমান্ডের নির্বাচন উন্মুক্ত ঘোষণার প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বেশীর ভাগ নেতাকর্মীই যেন একাট্টা হয়ে কাজ করছেন এলাকায়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শুনই ইউনিয়ন পরিষদের দু’বারের চেয়ারম্যান এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছানোয়ার উদ্দিন ছানু জানান, নির্বাচন নিয়ে মাঠে ভূল ব্যখ্যা,ভয় ভীতি প্রদর্শন থাকলেও এগুলো উপেক্ষা করেই শান্তিকামী জনগন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দীন তালুকদার পিন্টু এমপির ক্লিন ইমেজই জয়লাভে সহায়ক হবে।

অন্য একজন উপজেলা আওয়ামী লীগের নীতি নির্ধারক সহ সভাপতি মুহিবুজ্জামান খান লিটন জানান, এবার নির্বাচনে দলীয় প্রতীকের চেয়ে ব্যাক্তি ইমেজকে প্রাধান্য দিচ্ছে ভোটাররা ফলে সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দীন তালুকদার পিন্টু বিপুল ভোটে জয়লাভ করবে বলে মনে করছেন এই বলিষ্ট নেতা।

উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান নিজাম ও ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর আহমেদ জানান,সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দীন তালুকদার পিন্টু এমপির সময় কালে অনিয়ম, দলের ভিতর নিজস্ব বলয় সৃষ্টি না করায় দলের বেশীর ভাগ নেতাকর্মীই সাবেক এমপি পিন্টু সাহেবের নির্বাচনী প্রচারনায় যোগ দিয়েছে। এলাকা ঘুরে ভোটারদের সাথে আলাপ কালে ভোটাররা জানান, কেন্দুয়া-আটপাড়ার উন্নয়নের রুপকার, শান্তি প্রিয় ও সততার শীর্ষে থাকা সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দীন তালুকদার পিন্টু এমপিকেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তারা ভোট দিতে প্রস্তুত। সাধারণ মানুষ ভোটের সুন্দর পরিবেশের বিষয়টি প্রশাসনের সু- দৃষ্টি কামনা করেন।