নেত্রকোণা ৩ জাতীয় পার্টির মনোনয়নে এগিয়ে আবুল হোসেন তালুকদার

প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনা ৩ (আটপাড়া -কেন্দুয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়নে এগিয়ে আবুল হোসেন তালুকদার। তিনি আটপাড়া উপজেলা জাতীয় পার্টির দীর্ঘ দিনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত নির্বাচনেও তিনি দলের মনোনয়নের জন্যে চেষ্টা করেন। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে তিনি দুই উপজেলায় গনসংযোগ করছেন। আবুল হোসেন তালুকদার দলের সাধারণ সম্পাদক ছাড়াও বিআরডিবি’র তিনবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

একজন তরুন সমাজ সেবক হিসেবে এলাকায় তাঁর পরিচয় আছে। নির্বাচন বিষয়ে তিনি বলেন, গত নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। মনোনয়ন না পেলেও নিরাশ হয় নি। এবারও আবার প্রার্থী হয়ে মাঠে কাজ করছি। জোট না হলে দল তিনশ আসনে নির্বাচন করলে ইনশায়াল্লাহ মনোনয়ন নিশ্চিত। এবং আসনটি জাতীয় পার্টিকে উপহার দিব।