এ কে এম আব্দুল্লাহঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা - ৫ (পূর্বধলা) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পাওয়ার পরই যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল ফকির ট্রাক প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারণা শুরু করেছেন।
গত (৩ ডিসেম্বর) মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের সাক্ষরের তালিকায় কয়েক জন ভোটারের সাক্ষর কম থাকার অভিযোগ এনে তার প্রার্থীতা বাতিল করে দেন। অবশেষে তিনি হাইকোর্টে আইনী লড়াই করে গত ২১ ডিসেম্বর পুনরায় প্রার্থীতা ফিরে পান। এরপর তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে পছন্দের মার্কা হিসেবে ট্রাক প্রতীক চাইলে তাকে ট্রাক প্রতীক প্রদান করা হয়। প্রতীক পাওয়ার পরপরই রবিবার ২৪ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিক ভাবে গণসংযোগ ও নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রথমে তিনি সদর ইউনিয়নের স্টেশন বাজার, খারছাইল, বাঘবেড়, নারায়নডহর বাজার, চৌরাস্তা ও পূর্বধলা পাট বাজারসহ বিভিন্ন পথ সভায় নির্বাচনী প্রচার প্রচারণা করেন।
এ সময় মাজহারুল ইসলাম সোহেল ফকির ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও ট্রাক প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি বিশেষ অনুরোধ জানান।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত