নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ শনিবার (৮ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুর রউফ সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনেরা।
আলোচনা সভায় বক্তারা নারী উন্নয়ন, ক্ষমতায়ন এবং সমতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা নারীদের প্রতি সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিতকরণের আহ্বান জানান।