নেত্রকোনায় এবার ৫৫৯টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

নেজা ডেস্ক রিপোর্টঃ
নীল আকাশ , কাশ ফুলে হালকা রেশ মানুষদের প্রাণ চঞ্চল করে তুলছে বৃষ্টি ভেজা শরৎ আকাশ। আর ক’দিন পরেই দেবী দূর্গা ঘোড়ায় চড়ে আসবেন পিতৃলয়ে। আলোকিত হবে পৃথিবী। সাথে আসবেন সন্তান লক্ষী, সরস্বতী, কার্তিক আর গণেশ।

পাড়া-মহল্লায় মন্ডপে মন্ডপে প্রতীমা তৈরিতে দিন রাত ব্যস্ত প্রতীমা কারিগররা। সুষ্ঠু এবং আনন্দঘণ পূজা উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কথা জানান আয়োজনকারীরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা । বছর ঘুরে মর্ত্যে আসছেন মা দুর্গা। মায়ের আগমনকে কেন্দ্র করে মাসজুড়ে চলছে নানা আয়োজন।

দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বরণ করতে সারাদেশের মতো নেত্রকোনাবাসীও উৎসব আনন্দে মেতে উঠেছে। এখন চলছে রং আর তুলির কাজ । এ বছর নেত্রকোণায় বেড়েছে দূর্গা মন্ডপের সংখ্যা। পাড়া-মহল্লায় প্রতীমা তৈরিতে দিন রাত ব্যস্ত সময় প্রতিমা কারিগররা। নিপুন হাতে কাঠ, বাশঁ, বন ও মাটির পরশে তৈরী করছেন দেবী দূর্গার প্রতিমা। কারিগরা দিন রাত কাজ করে ব্যস্ত্য সময় পার করছে । এবার দেবী ঘোড়ায় আগমণ করবে বলে জানান আয়োজনকারীরা ।

এবছর জেলার ১০ উপজেলায় ব্যাক্তিগত, স্থায়ী মন্দির ও অস্থায়ী মন্ডপে ৫৫৯ টি দূর্গা পুজার আয়োজন করা হয়েছে। সম্প্রীতির জেলা নেত্রকোনায় প্রতিবছরের মতো এবারো সুষ্ঠু এবং আনন্দঘণ পূজা হবে এমনটাই  দাবী পুজাঁ উদযাপন পরিষদের।

নেত্রকোণার পুলিশ সুপার মোঃ ফয়েজ বলেন, দুর্গাপূজাকে ঘিরে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি রয়েছে। জেলাবাসীকে সুন্দর একটি উৎসব উপহার দিতে পূজার শেষদিন প্রতিমা বিসর্জন পর্যন্ত নজরদারির ব্যবস্থা জোরদার থাকবে।