নেত্রকোনায় ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত
নিহত ছাত্রী সদর উপজেলার কান্দি আলীয়া মাদ্রাসার দাখিল শ্রেণীর শিক্ষার্থী
নেত্রকেনা সংবাদদাতা:
নেত্রকোনা শহরের কুরপাড় মাষ্টার বাড়ী এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছেন। এসময় ওই ছাত্রীর মামাত ভাই মোটরসাইকেল চালকও আহত হন। এঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
নিহত ছাত্রী সদর উপজেলার কান্দি আলীয়া মাদ্রাসার দাখিল শ্রেণীর শিক্ষার্থী জেসমিন আক্তার পান্না। তিনি সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কান্দি গ্রামের মোঃ মস্তু মিয়ার মেয়ে। আহত চালক কাইলাটি ইউনিয়নের হরিপুর গ্রামের শরীফ মিয়া ( ২৪)। বুধবার দুপুর পৌনে ১২ টার দিকে শহরের কুড়পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনা মডেল থানার এসআই ফরিদ আহমেদ জানান, পান্না তার মামাত ভাইয়ের সাথে বাড়ি থেকে মোটরসাইকেলে চড়ে শহরে যাচ্ছিলেন। পথে কুড়পাড় এলাকায় মাষ্টার বাড়ীর সামনে পৌছলে পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ট্রাকটি। এসময় মোটরসাইকেলে থাকা পান্না ছিটকে পড়ে ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আর শরীফ ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
এসআই ফরিদ জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।