নেত্রকোনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

নেজা ডেস্ক রিপোর্টঃ
দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদ ও পবিত্র রমজানের মর্যাদা রক্ষার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা পৌর শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) জুমার নামাজের পর নেত্রকোনা কেন্দ্রীয় মুক্তারপাড়া মসজিদের সামনে এক আলোচনা সভার মাধ্যমে মিছিলের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমেদ হারিছ।

মিছিলটি মুক্তারপাড়া কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা পৌর শাখার আমীর অধ্যাপক রফিকুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সাবেক আমীর ও নেত্রকোনা-২ (নেত্রকোনা-বারহাট্টা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহাবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি কামাল উদ্দিন, পৌর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।