নেত্রকোনায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল:
সোনালী আঁশের সোনার দেশ,পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পভূক্ত পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহম্মদ (উপসচিব) উপ প্রকল্প পরিচালক,পাট অধিদপ্তর ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূরুজ্জামান, উপ পরিচালক নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা,আতাউর রহমান নোমানি,জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শাওনী রাণী দেও,নেত্রকোনা সদর উপজেলা অতিরিক্ত কৃষি উন্নয়ন কর্মকর্তা রাখি পোদ্দার, উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামী প্রমুখ।

প্রশিক্ষণে নেত্রকোনা সদর উপজেলার ৭৫ জন পাটচাষী অংশগ্রহণ করেন। এ সময় পাটবীজ উৎপাদন ও পাটপণ্যের ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ শেষে সবাইকে একটি করে সুদৃশ্য পাটের ব্যাগ উপহার দেয়া হয়।