নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেছে সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

বৃহস্পতিবার(৭ নভেম্বর) বিকেল তিনটায় উপজেলার পোগলা ইউনিয়নের ডিতপুর শনুই গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৩ কেজি সরিষার বীজ,২ কেজি মাসকলাই বীজ এবং ১০ কেজি ভার্মি কম্পোস্ট সার বিতরণ করা হয়।

শনুই গ্রামের কৃষক শফিক মিয়া জানান, গত অক্টোবরের হঠাৎ বন্যায় আমাদের গ্রামের আমন ধানের ফসলি জমি সব ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সকল কৃষকদের মন ভেঙ্গে গেছে, চাষের প্রতি আগ্রহ কমে গেছে, এই সময় কে কি করবে বুঝে পাচ্ছে না। ঠিক সেই সময়টায় সংযোগ আমাদের পাশে এসে দাড়িয়েছে, বীজ ও সার দিয়ে আবার আমাদেরকে উৎসাহ দিচ্ছে আবার নতুন করে জমি চাষ করার।

কৃষক অঞ্জন সরকার জানান, গত মাসের বন্যায় আমাদের এই গ্রামসহ আশেপাশের ৮/১০ টি গ্রামের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছিল। দেখা যাচ্ছে যে গ্রামের সকল কৃষকের এখন চাল কিনে খেতে হচ্ছে। ঠিক এই এই মুহূর্তে অনেক কৃষকের জন্য এই বীজ ও সার গুলো উপকারে আসবে।

সংযোগের স্বেচ্ছাসেবী খাইরুল ইসলাম জানান, সংযোগ বরাবরই একটু ভিন্ন চিন্তা-ভাবনা নিয়ে কাজ করে আসছে।সেই ধারাবাহিকতা বজায় রেখেই নেত্রকোনার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে এমন উদ্যোগ নিয়েছে সংযোগ ফাউন্ডেশন।

অন্য সেচ্ছাসেবী এম এইচ জনি জানায়, সংযোগ মনে করে, কৃষকরা হাসলেই, হাসবে পুরো দেশ। সংযোগ ইতোমধ্যে বন্যায় ত্রাণ সামগ্রী বিতরণসহ। ২০২০সাল থেকে নেত্রকোনায় অসহায় হতদরিদ্রদের নিয়ে বিভিন্নভাবে কাজ করা যাচ্ছে।