নেত্রকোনায় মোবাইল কোর্টে অবৈধ ইটভাটা ধ্বংস, কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

নেত্রকোণা, ২ মার্চ ২০২৫: পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ (০২ মার্চ) নেত্রকোণার সদর ও কেন্দুয়া উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর, নেত্রকোণা, মোঃ হাসিব-উল-আহসান-এর নেতৃত্বে সদর উপজেলার মৌজেবালী, কাইলাটি এলাকায় মেসার্স এম এইচ কনস্ট্রাকশন নামক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

একইদিনে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমেনা খাতুন-এর নেতৃত্বে কেন্দুয়া উপজেলার সিংহের গাঁও, আশুজিয়া এলাকায় মেসার্স সানি ব্রিকস ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে ইটভাটাগুলোর আংশিক ভেঙে ফেলা হয়, কাঁচা ইট ধ্বংস করা হয়, চুলায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং ভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন (সদর) এবং পরিদর্শক মোঃ জব্বার হোসাইন (কেন্দুয়া)।

এ অভিযানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।