নেত্রকোনায় সিপিবির জনসভায় হামলা, আহত ৩৫

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনায় কমিউনিস্ট পার্টির জনসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ্ আলমসহ অন্তত ৩৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা শহরের ছোট বাজারে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীদের দাবি, সভা শেষে তারা দলীয় শ্লোগান নিয়ে শহীদ মিনার থেকে বের হচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁদের ওপর হামলা চালায়। এতে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দীবালোক সিংহ, সদস্য জলি তালুকদার, জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকারসহ অন্তত ৩৫ জন নেতা- কর্মী আহত হয়েছেন। পুলিশ জেলা সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য মো. মোস্তফা কামাল ও জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ আজিজুর রহমান ওরফে সায়েমকে আটক করেছে।

হামলার শিকার সিপিবির নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকার বলেন, ‘শান্তিপূর্নভাবে সভা শেষ করে শহীদ মিনারের পাদদেশ থেকে নেতা-কর্মীরা বের হচ্ছিলেন। শহীদ মিনারের ভেতরেই সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক ও নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হকের নেতৃত্বে পুলিশ বাধা দিয়ে লাঠিচার্জ শুরু করে। এতে আমাদের অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে সরকারি দলের নামধারী কিছু উশৃংখল যুবক শ্লোগান দিয়ে পুলিশের সামনে আরেক দফা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় ও ভাঙচুর করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, তাদের কিছু ভুলের কারণে সমাবেশস্থলে উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ বাধা দেওয়ায় তাদের নেতা- কর্মীরা পুলিশের ওপর হামলা করে। আইনশৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।