নেত্রকোনায় সৃজনী’র ষোড়শ সংখ্যার মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের সাহিত্য পত্রিকা সৃজনী’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় শহরের মুক্তারপাড়া এলাকার সাধারণ গ্রন্থাগারে ষোড়শতম ‘ময়মনসিংহ গীতিকার শতবর্ষ এবং নেত্রকোনার সমাজ সংস্কৃতি’সংখ্যার মোড়ক উন্মোচন করেন গ্রন্থাগারের আহবায়ক ও জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

পরে গ্রন্থাগারের আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আনোয়ারা জেবুন্নাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম, কিবরিয়া চৌধুরী হেলিম, অধ্যাপক ননী গোপাল সরকার, সাংবাদিক শ্যামলেন্দু পাল, কবি এনামুল হক পলাশ, গ্রন্থাগারের আহবায়ক কমিটির সদস্য এটিএম আজাদ পিন্টু,কবি ও সম্পাদক কামাল হোসাইন, সাংবাদিক পল্লব চক্রবর্তী, অধ্যাপক ওয়ালিউল্লাহ প্রমুখ।

পরে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হয়।