নেত্রকোনায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ৫৫ জন

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৪

নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় স্বচ্ছ প্রক্রিয়ায় ঘুষ ছাড়াই পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৪৭ জন পুরুষ ও ৮জন নারীসহ মোট ৫৫ জন।

চাকরি পেতে তাদের খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। ওই টাকা সরকারিভাবে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করেছেন তারা।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান বৃহস্পতিবার এ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল পদে প্রায় ২৪০০ আবেদনকারীর শারীরিক সক্ষমতা যাচাইয়ে ৭টি স্তরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় ৪৬৫ জন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রার্থীরা ১২০ টাকা সরকারিভাবে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করে। নিয়োগ বোর্ড লিখিত পরীক্ষা গ্রহণ করে এবং লিখিত পরীক্ষার খাতা পুলিশ হেডকোয়ার্টার্সে প্রেরণ করা হয়। লিখিত পরীক্ষায় ১২৪ জন উত্তীর্ণ হয়। পুলিশ সুপার ফয়েজ আহমেদের সভাপতিত্বের নিয়োগ বোর্ড মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে ৪৭ জন পুরুষ ও ৮ জন নারীসহ মোট ৫৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করে।

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ (পিপিএম) চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।

নেত্রকোনা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ (পিপিএম) পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। সেইসাথে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান।

এসময় নিয়োগ বোর্ডের সদস্য ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুল ইসলাম ফকির, জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, ময়মনসিংহের হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।