নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। গতকাল (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ বিজিবির অধীনস্থ মাধুপাড়া বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১১৪/৪-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সীমান্ত মার্কেট নামক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মদ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে। এ বিষয়ে ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান, পিবিজিএম বলেন, “সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”