নেত্রকোনা -৩ আসনে আঃলীগের মনোনয়ন প্রত্যাশীর পোস্টার ছিড়ায় নিন্দা জ্ঞাপন
ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনা -৩ (কেন্দুয়া -আটপাড়া) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম তুষার এঁর নির্বাচনী প্রচারণার পোস্টার ছিড়ায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে।
সৎ, নিষ্ঠাবান, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক,চার বারের এমএনএ,সহ সংসদ সদস্য, ময়মনসিংহ উকিল বার সমিতির দীর্ঘ দিনের সভাপতি, কেন্দুয়া- আটপাড়া মানুষের প্রিয় নেতা, বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর মরহুম এডভোকেট এম জুবেদ আলী এমপি সাহেবের কনিষ্ঠ পুত্র বিগত সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এই আসনের আটপাড়া উপজেলার অভয়পাশা বাজার, বাজার সংলগ্ন এলাকায় এই তরুন প্রার্থীর পোস্টার ছিড়ায় এলাকার দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে বিষয়টি নিয়ে তোলপার সৃষ্টি হয়েছে।
মুঠো ফোনে যোগাযোগ করলে আমিরুল ইসলাম তুষার জানান, একমাত্র আটপাড়া উপজেলার অভয়পাশা বাজার এবং বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটছে।এছাড়া পোস্টারে নেত্রীর ছবি থাকায় বিষয়টি ইতিমধ্যে থানা প্রশাসন কে অবহিত করা হয়েছে।