ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনা - ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রায় ডজন খানেক হলেও আসতে পারে চমক।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশীরা দুই উপজেলায় সরকারের সফলতা প্রচার করতে চষে বেড়াচ্ছেন মাঠ।
আসনটিতে বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল, সাবেক এমপি ইফতিকার উদ্দীন তালুকদার পিন্টু, মঞ্জুর কাদের কোরাইশী ছাড়াও নুরুল ইসলাম সরকার, শামছুল কবীর খান, এডভোকেট মোঃ আবদুল মতিন, কেশব রঞ্জন সরকার, আলমগীর হাসান, মরহুম এডভোকেট এম জুবেদ আলী এমপি'র সুযোগ্য সন্তান আমিরুল ইসলাম তুষার।
তবে আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দু'বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলামকে প্রার্থী হিসেবে ফেইসবুকে পোস্ট দিতেও দেখা যায় অনেকের ।এ বিষয়ে এলাকায় ঘুরে সরকার দলীয় নেতাকর্মীদের সাথে আলাপ কালে জানা যায়, সাবেক এমপি মরহুম এডভোকেট এম জুবেদ আলী এমপি ছাড়া এ আসনটিতে বিগত সময়ে একবার করেই মনোনয়ন পান সাবেক এমপি 'রা।
ডজন খানেক প্রার্থী মাঠ চষে বেড়ানোয় তৃনমুলের নেতাকর্মীদের মাঝে বিভেদও তৈরি হচ্ছে। ফলে নিরীহ নেতাকর্মীরা বিপাকে পড়ছেন । এ যেন দীর্ঘদিনের ত্যাগী, পরিক্ষিত, সুবিধাবঞ্চিত নেতাকর্মীদের মড়ার উপর খাড়ার ঘাঁ।বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের কে ঘিরে দ্বাদশ সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের নিজস্ব বলয় তৈরিও যেন স্পষ্ট হচ্ছে মাঠে ।
ফলে তৃনমুল নেতাকর্মীরাও তাদের প্রার্থী খুজতে যেয়ে সাবেক নেত্রকোণা জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পরবর্তীতে সভাপতি, সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর মরহুম আবদুল খালেক এমপি'র সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের দু'বারের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম এঁর নাম।
দুবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার সুবাদে দলকে ঢেলে সাজানো এবং দুইবার ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলায় সবকটি ইউনিয়নে আওয়ামী লীগের জয় যেন তাঁকে আরো একধাপ এগিয়ে নেয়। বর্তমান দলীয় প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আওয়ামীলীগ নেতা, এমপি/ মন্ত্রীর সন্তানদের যথাযথ মূল্যায়ন করায় এই আসনটিতে এবার চমক দেখাতে পারেন তিনি। উন্নয়ন ও কর্মীবান্ধব এই নেতা নির্বাচন মূখী মনোভাবের হওয়ায় প্রথমেই আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েই নির্বাচনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে পুনরায় আবারও দলীয় মনোনয়ন পেয়ে পুনরায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
মনোনয়ন বিষয়ে জানতে চাইলে হাজী খায়রুল ইসলাম জানান, গত দুটো সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছিলাম। মাননীয় নেত্রী আমাকে মনোনয়ন দেননি। আমি আমার প্রার্থীতার পক্ষে কাজের কোন ত্রুুটি করেনি।আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও আমি প্রার্থী হবো। তবে আমি মনোনয়ন না পেলেও দলের হাইকমান্ডের সিদ্ধান্তকে মেনে নিয়েই আমি আমার দায়িত্ব পালনে সামান্য কৃপনতা থাকবে না।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত