নেত্রকোনা – ৫ পূর্বধলা বিপুল ভোটে বিজয়ী আহমদ হোসেন
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা -৫ (পূর্বধলা) আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির টানা পাঁচবারের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
তিনি এ আসনে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭৯ হাজার ৬৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে মাজহারুল ইসলাম সোহেল ফকির পেয়েছেন ২৭ হাজার ২১৪ ভোট।
এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ লাঙ্গল প্রতীকে ১ হাজার ৬০৬, তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহাব হামিদী সোনালী আঁশ প্রতীকে ৩৭২ এবং স্বতন্ত্র প্রার্থী ডঃ আনোয়ার হোসেন ঈগল প্রতীক নিয়ে ৬ হাজার ১৯১ ভোট পেয়েছেন।
ফলাফলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৬শ’ ২৯, মোট বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ৩০, বাতিলকৃত ভোটের সংখ্যা ১হাজার ৫শ’ ৯৯।
উক্ত আসনে ৮১টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৬শ’ ৯৯ জন।
রোববার (৭ জানুয়ারি) রাতে সহাকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।