নৌকা বিজয়ের লক্ষ্যে তারুণ্যের জয়ধ্বনি ও পথসভা করছেন মনোনয়ন প্রত‍্যশী রোটারিয়ান আখির

প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

রাজেশ গৌড়ঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা বিজয়ের লক্ষ‍্যে তৃণমূলে গনজোয়ার তৈরী করতে ইউনিয়ন ভিওিক তারুণ্যের জয়ধ্বনি ও পথসভা করছেন কেন্দ্রীয় যুবলীগের অন‍্যতম সদস্য ও নেত্রকোনা-১ আসনের এমপি প্রার্থী রোটারিয়ান আলহাজ্ব আতাউর রহমান খান আখির।  সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলার ৬নং কাকৈরগড়া ইউনিয়নের  ৮ নং ওয়ার্ডে বড়বাট্রা বাজারে পথসভা ও গনসংযোগ করেন তিনি।

এ সময় এই তরুণ নেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান রোটারিয়ান আখির বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা সরকারের টানা তিন মেয়াদের উন্নয়ন অগ্রগতি জনগনের মাঝে তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সাধারণ জনগন সহ সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায় দূর্বার গতীতে। বর্তমান আওয়ামী লীগ সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়ন করতে আমরা সবাই বদ্ধপরিকর। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে টানা চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। আখির বলেন আমি এই আসন থেকে  দুইবার দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং এই নির্বাচনে ও নৌকা প্রত‍্যাশা করছি, আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাই।

এছাড়াও পথসভায় বক্তব্য দেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, উপজেলা কৃষক লীগের নেতা ভাসানী সরকার, উপজেলা উলামা লীগের সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন শাহান, ছাত্রলীগ নেতা জনি, হৃদয়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সুমন, শংকর, কর্মী পাপন।

মনোনয়ন পত‍্যাশী রোটারিয়ান আলহাজ্ব আতাউর রহমান খান আখির দীর্ঘ ১৫ বছর যাবত দলের জন্য তৃণমূলে কাজ করে আসছেন। নেত্রকোনা-১ আসনের জনগনের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করছেন। তিনি তরুণ সমাজকে সাথে নিয়ে ব‍্যাপক প্রচার প্রচারনায় সার্বক্ষণিক মাঠে আছেন। আখির বলেন আমি তৃণমূলের এবং তৃণমূল ও আমার।